রিসেন্টলি আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে কুরআনের তাফসীর অ্যাড করি। শায়খ সলিহ বিন আল উথায়মিনের ‘তাফসীর কুরআন আল কারীম’ থেকে সূরাহ আল হুমাযাহ পড়ছি এবং অর্থ বের করার চেষ্টা করছি।
অ্যারাবিক টেক্সটগুলো এতটা সহজ না। বেশ কঠিন। কিছু কিছু ক্ষেত্রে প্রায় অসম্ভবই হয়ে যায় টেক্সটের অর্থ বের করা। কিন্তু তারপরও একটা ওভারঅল পিকচার পাওয়া যায়।
নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ইনিসিয়াল ফেইজে এইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে, আপনি টেক্সটকে ক্র্যাক করার চেষ্টা করেন এবং বিগ পিকচারটা বের করে আনেন। গ্র্যামারের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়ে চিন্তাই করবেন না। খালি পড়ে যান, আর অর্থ বের করতে থাকেন। সময়ের সাথে আপনি অনেক গ্র্যামাটিক্যাল প্যাটার্ন ধরে ফেলবেন এবং আপনার ডিকোডিং বা অর্থ বের করাও আরও ধারাল হতে থাকবে। হাঙ্গেরিয়ান পলিগ্লট কাতো লমের ভাষায় —
One learns grammar from language, not language from grammar.
পলিগ্লট নাসিম তালেব, যারা ভিন্ন ভিন্ন ভাষা শিখতে চায় তাদেরকে বেশি বেশি পড়তে বলেছে। তাই আমি আমার অ্যারাবিক কোর্সে রিডিংকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেই। স্টুডেন্টরা বিভিন্ন সোর্স থেকে আরবি পড়ে। কখনো সরাসরি কুরআন থেকে। কখনোবা সরাসরি হাদীস থেকে। কখনোবা সরাসরি আরবি বই থেকে। আবার কখনো আমার লেখা নোট থেকে। এই মূহুর্তে তারা তাফসীর অ্যাটেম্পট করছে। খুব শীঘ্রই benaa.islamacademy.net এই সাইট থেকে ‘আদাব ওয়া আখলাক’ কোর্স শুরু করতে যাচ্ছি। মোট কথা, বিচিত্র সব অ্যারাবিক টেক্সট তারা পড়ছে। তবে যাই পড়ছে সবই রিয়েল অ্যারাবিক টেক্সট। ডিজাইন্ড বা ফেইক কোনোকিছু না।
আর এই এত এত রিয়েল ডিফিকাল্ট টেক্সট পড়ার সবচেয়ে বড় বেনিফিট কী জানেন? তারা এখন আর কোনো লেভেল খোঁজে না। সহজ না কঠিন, বেইসিক না অ্যাডভান্সড কোনো কিছুই না। তারা ঠিক এভাবে চিন্তা করে — আমাদের সামনে একটা টেক্সট আছে, এর অর্থ বের করতে হবে। এই চিন্তাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা নিজেদের কোনো ইনহিবিশনে ফেলে না।
কাল পর্যন্ত দেখলাম স্টুডেন্টরা ৪৭টা ক্লাস করে ফেলেছে। অর্থাৎ ছয় মাস ধরে এই কোর্সের সাথে আছে। পুরা সময়টাই তারা বিভিন্ন অ্যারাবিক টেক্সট পড়ে এবং যখন তারা কোনো টেক্সট নিজেরা বুঝতে পারে তখন তাদের ইমোশন আমি ধরতে পারি। তবে সবচেয়ে ভালো বুঝতে পারি যখন তারা কুরআন বা কুরআনের তাফসীর বুঝতে পারে। কালকেই একজন স্টুডেন্ট বলে — এখন কুরআনের তাফসীর আরবিতে পড়ে ও বুঝে বেশ মজা লাগছে।
আপনারা যারা কুরআন সরাসরি আরবি ভাষায় পড়তে চান বা এর তাফসীর পড়তে চান, এখনই বিভিন্ন সোর্স থেকে অ্যারাবিক টেক্সট নেন এবং ওভারঅল মিনিং বের করার চেষ্টা করেন। আমি বলছি, ইন শা আল্লাহ আপনি কুরআন ধরে ফেলবেন। কাতো লমের প্রিসাইজ অবজার্ভেশন —
A foreign language is a castle. It is advisable to besiege it from all directions: newspapers, radio, motion pictures which are not dubbed, technical or scientific papers, textbooks, and the visitor at your neighbor’s.
আর একটু সময় গেলে দেখবেন পুরা ইসলামই আপনি আরবি ভাষায় শিখতে চাচ্ছেন।