তাহলে ভাষা শিখব কীভাবে?
এই মূহুর্তে একটা বই পড়ছি। নাম Polyglot — How I Learn Languages. বইয়ের অথার কাতো লম্ব, একজন হাঙ্গেরিয়ান পলিগ্লট, যার ভিন্ন ভিন্ন ষোলটা ভাষায় দক্ষতা। তার মতে, ভাষা শেখার বেস্ট সিস্টেম হলো বেশি বেশি বই পড়া ও বিভিন্ন ধরনের বই পড়া।
মনে করেন, আপনি আরবি শিখতে চান। কিভাবে শিখবেন? কাতো লম্বকে ফলো করলে, অবশ্যই বই পড়ে। তো কী কী বই পড়বেন ও কিভাবে পড়বেন?
তিনটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে পড়েন।
এক — কুরআনের ৩০তম জুয থেকে ছোট একটা সূরাহ সেলেক্ট করেন ও মুখস্থ করে ফেলেন। ডিকশনারি ও গুগল ট্রান্সলেট ইউজ করে বিভিন্ন শব্দের অর্থ বের করেন এবং শব্দগুলাকে শাফল করে লেজেবল সেনটেন্স তৈরি করেন। কুরআনের কোনো অনুবাদের সাথে আপনার নিজস্ব অনুবাদ চেক করেন ও কারেক্ট করেন। এরপর তাফসীর আস সাদী থেকে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর পড়ার চেষ্টা করেন। সেখানেও একই পদ্ধতি ফলো করেন।
দুই — হাদীস অ্যাটেমপ্ট করেন। কোনো একটা হাদীস সেলেক্ট করেন এবং একই পদ্ধতিতে হাদীসের টেক্সটটাকে ডিকোড করার চেষ্টা করেন।
তিন — রিযকুল্লাহ মাহদীর লেখা السيرة النبوية في ضوء المصادر الأصلية (আস সীরাতুন নাবাবিয়্যাহ ফী দওইল মাসাদিরিল আসলিয়্যাতি) এই সীরাহ বই থেকে غزوة خندق (গযওয়াতু খনদাক্ব) বা খন্দকের যুদ্ধ চ্যাপ্টারটা বের করে পড়ার চেষ্টা করেন এবং এই বইয়ের অনুবাদের সাথে ক্রস-চেক করেন। এখানেও একই পদ্ধতি ফলো করেন।
এখন আপনার মনে আসবে — এই পদ্ধতি এফেক্টিভ কি না?