How kids learn language
How Kids learn language?

বাচ্চারা কীভাবে ভাষা শেখে?

গত একটা বছর আমাদের বাসায় এক সাথে ছয়টা বাচ্চা ছিল। আমার তিনটা, ইমিডিয়েট ছোট বোনের দুইটা ও আরেক বোনের একটা।

এই ছয়টা বাচ্চা ঘুৃম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত কী কী করে ও কীভাবে বিভিন্ন জিনিস শেখে মোটামুটি সব কিছুই অবজার্ভ করি এবং তাদের শেখার একটা মেথড দাড় করাই।

তো মেথডটা কী রকম? ভেরি সিম্পল।

  • তারা কোনো সিস্টেম বা মেথড ফলো করে না, বা কোনো নিয়মকানুন শেখে না, তারা সবকিছু ন্যাচারলি শেখে

  • তারা প্রচুর অবজার্ভ করে। আপনি কী বললেন, তাদের কিছুই যায় আসে না। তারা যেটা দেখবে সেটাই করবে

  • তারা নিজেদের প্রতিদিন ছোট ছোট অনেক সিচুয়েশনে ফেলে এবং তারা বিভিন্ন সিচুয়েশনাল ডিফিকাল্টি সল্ভ করার চেষ্টা করে। আর না পারলে ছেড়ে দেয়, অত মাথা ঘামায় না

  • তারা ড্যাম-কেয়ার টাইপের। কে কী মনে করবে এ নিয়ে তারা কারও ধার ধারে না

how kids learn language

আপনার বাচ্চাকে নিয়ে আপনি চায়নায় যান, আর চাইনিজ কিছু বাচ্চার সাথে ছেড়ে দেন। বেশি না এক সপ্তাহ পর দেখবেন সে চাইনিজ বলছে।

এই যে মেথড, সেখানে কোনো গ্র্যামার নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো টিচার নাই। আছে শুধু সিচুয়েশন ও সিচুয়েশনাল ডিফিকাল্টি। আবারও সেই মেসি লার্নিং।

shared on

I'm sharing!

Leave a Reply