BLOG

একবার চিন্তা করেন, এর কোনোকিছুরই কি আপনি বলতে পারবেন যে, অমুক দিন আমার শেখা শুরু হয়েছে ও অমুক দিন তা শেষ হয়েছে?

সেদিন এক বড় ভাই আমাকে বলেন - নাহিদ, আমাদের ইংরেজির অবস্থা এতোই খারাপ যে আমি বলেও আমার ক্লায়েন্টদের মেইল লেখাইতে পারি না। যে কয়েকটা মেইল তারা করছে তা দেখেই বুঝছি কেন করতে চায় না। স্পেলিং মিসটেকস আসলে সে রকম সমস্যা না, বড় সমস্যা হলো সেনটেন্স কনস্ট্রাকশন। বোঝাই যায় না কী লিখছে।

শেখার জন্য কার কাছে যাবেন — এক্সপার্টের কাছে নাকি অ্যামেচারের কাছে? এই প্রশ্নটা বিভিন্ন ফিল্ডে আছে এ রকম ১৮ জনকে জিজ্ঞেস করি। ১০ জন রিপ্লাই করে। এর মধ্যে ৮ জন এক্সপার্টকে বেছে নেয়। বাকি ২ জনের ১ জন একটু ফিলোসোফিক্যাল আন্সার দেয়, আর শেষের জন সিউর না।

হঠাৎ এক ফোন কল। অপরিচিত নম্বর। ধরার সাথে সাথেই শুনলাম — নাহিদ ভাই, আমাকে চিনেছেন? কন্ঠ শুনে আঁচ করতে পারলাম। তাই বললাম — চিনেছি। উনি বললেন — আমি আপনার পাবলিক স্পিকিং কোর্সে ভর্তি হতে চাই। শুনে আনি অবাক। উনি করতে চাচ্ছেন পাবলিক স্পিকিং কোর্স!

কমেন্ট সেকশনে তাকে একজন জিজ্ঞেস করে যে, ১৩ সপ্তাহের এই কোর্স করে তুমি কী শিখেছ? উত্তরে সে বলে...