বাচ্চারা কীভাবে ভাষা শেখে?
গত একটা বছর আমাদের বাসায় এক সাথে ছয়টা বাচ্চা ছিল। আমার তিনটা, ইমিডিয়েট ছোট বোনের দুইটা ও আরেক বোনের একটা। এই ছয়টা বাচ্চা ঘুৃম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত কী কী করে ও কীভাবে বিভিন্ন জিনিস শেখে মোটামুটি সব কিছুই অবজার্ভ করি এবং তাদের শেখার একটা মেথড দাড় করাই।