Learning English with complains
Learning English with complains

ইংলিশ নিয়ে অনেক কমপ্লেইন

ইংলিশ নিয়ে আমাদের কমপ্লেইনের কোনো শেষ নাই — আমি ইংলিশে মোটেও ফ্লুয়েন্ট না, ইংলিশ লিখতে গেলে প্রচুর বানান ভুল হয়, ভোক্যাবুলারি স্টক নাই বললেই চলে, স্কুল-কলেজে আমাদের ঠিকভাবে শেখানো হয় নাই, এত টাকা খরচ করে অমুক ইনস্টিটিউশন বা অমুক ইনস্ট্রাক্টরের কাছে গেলাম কিন্তু পুরা টাকাটাই শেষ, কিছুই শিখতে পারলাম না, ও আরও কত কী।

সুতরাং আমাদের সমস্যার কোনোই অভাব নাই। কিন্তু যে ব্যাপারটার চরম অভাব তা হলো নিজস্ব জায়গা থেকে আমাদের চেষ্টা করে যাওয়া। আমরা নিজেদের এই ‌অভাবকে কোনোভাবে অন্য দিকে চ্যানেলাইজ করে কিছুটা হলেও শান্তি নেওয়ার চেষ্টা করি। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস উই স্টে সাবস্ট্যান্ডার্ড ইন ইংলিশ।

তাই আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দূর্বল হয়ে থাকি, তার অনেকখানি দায় আমাদের নিজেদেরই নিতে হবে।

learn with your own effort

প্রশ্ন হলো- নিজস্ব জায়গা থেকে আমরা কী করতে পারি?

ছোট ছোট তিনটা কাজের কথা বলতে পারি যা সহজেই অ্যাপ্লাই করা যায়।

এ রকম ছোট ছোট স্টেপ নেন। বড় বড় বা জটিল কোনো প্রসেসে ঢুকবেন না। রিয়েল লাইফে ছোট ছোট স্টেপ দিয়েই অনেক কিছু অর্জন করা যায়। তবে যে জিনিসটা বেশি দরকার তা হলো আপনার লেগে থাকা।

I'm sharing!

Leave a Reply