নিজের গল্প অন্যের গল্পে ২
হঠাৎ এক ফোন কল। অপরিচিত নম্বর। ধরার সাথে সাথেই শুনলাম — নাহিদ ভাই, আমাকে চিনেছেন? কন্ঠ শুনে আঁচ করতে পারলাম। তাই বললাম — চিনেছি। উনি বললেন — আমি আপনার পাবলিক স্পিকিং কোর্সে ভর্তি হতে চাই। শুনে আনি অবাক। উনি করতে চাচ্ছেন পাবলিক স্পিকিং কোর্স!