ইংরেজি শেখার সবচেয়ে ভালো উপায় আসলে কী?
সেদিন এক বড় ভাই আমাকে বলেন - নাহিদ, আমাদের ইংরেজির অবস্থা এতোই খারাপ যে আমি বলেও আমার ক্লায়েন্টদের মেইল লেখাইতে পারি না। যে কয়েকটা মেইল তারা করছে তা দেখেই বুঝছি কেন করতে চায় না। স্পেলিং মিসটেকস আসলে সে রকম সমস্যা না, বড় সমস্যা হলো সেনটেন্স কনস্ট্রাকশন। বোঝাই যায় না কী লিখছে।